![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
ayub bacchu - ekhon onek raat كلمات الأغنية
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
আবেগী এমন রাতে,
ভূল করে এই পথে
এসে যদি ফিরে যায়,
আমায় না পেয়ে!
ও আবেগী এমন রাতে,
ভূল করে এই পথে
এসে যদি ফিরে যায়,
আমায় না পেয়ে!
তাই আমি বসে আছি,তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
চলে যাওয়ে সে পথে,
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোয়ায় না পেয়ে।
চলে যাওয়ে সে পথে,
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোয়ায় না পেয়ে।
তাই আমি বসে আছি,তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
كلمات أغنية عشوائية
- kacper kortz - w obłokach كلمات الأغنية
- olnl (오르내림) - lonely كلمات الأغنية
- kid arii - her perfume كلمات الأغنية
- celestino - dimanche. كلمات الأغنية
- jordan khan - this love (taylor's version)(a cappella cover) كلمات الأغنية
- gleb - hitmejkrrr كلمات الأغنية
- andromedus - perfect fantasy كلمات الأغنية
- gcg737 - superstar - סופרסטאר كلمات الأغنية
- bella ćwir - f*ck you كلمات الأغنية
- kimman wong 黃劍文 - 人間飄浮 كلمات الأغنية