kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ayub bacchu - ekhon onek raat كلمات أغنية

Loading...

এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।

আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
আবেগী এমন রাতে,
ভূল করে এই পথে
এসে যদি ফিরে যায়,
আমায় না পেয়ে!
ও আবেগী এমন রাতে,
ভূল করে এই পথে
এসে যদি ফিরে যায়,
আমায় না পেয়ে!
তাই আমি বসে আছি,তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
চলে যাওয়ে সে পথে,
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোয়ায় না পেয়ে।
চলে যাওয়ে সে পথে,
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোয়ায় না পেয়ে।
তাই আমি বসে আছি,তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে।
জীবনের অনেক অায়োজন।
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে,দরজার ওপাশে।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...