ayub bacchu - ek akash tara كلمات الأغنية
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
হৃদয় নায়ে চড়বি যখন
বইঠা নিস রে তুই মোরে
ভাসবো না হয় দুজন মিলে
সপ্নলোক জলে সুখের ঘোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
দুখের বোঝা বইবি যখন
স্মরণ করিস রে তুই মোরে
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি যত দূরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
كلمات أغنية عشوائية
- blvck svm - gristle كلمات الأغنية
- doza - erresira jote,drita ime كلمات الأغنية
- münir fikret kızılok - ninni كلمات الأغنية
- d-block europe - table manners كلمات الأغنية
- agl (angel) - tu verras كلمات الأغنية
- malinda - how dare you كلمات الأغنية
- across the ocean bo - dead horizons كلمات الأغنية
- lj hunter - diamonds in the sky كلمات الأغنية
- camphor - moonlight rose كلمات الأغنية
- kenia os - tu peor pesadilla كلمات الأغنية