
ayub bacchu - bangladesh كلمات أغنية
তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্ত্যমিল
তুমি বর্ষার প্রথম বৃষ্টি তুমি পদ্মফোঁটা ঝিল
তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনের রাখী
তুমি কষ্টের নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার সবি
তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ,
তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি গুমড়ে থাকা ক্রোধ।
তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ
তুমি সুখের সেই দিন গুলি শেষে হারিয়ে যাওয়া কেউ
তুমি ভ্রান্তি নয় বাস্তবতার শূন্য ভাতের থালা
তুমি লোভ-ঘৃনার ব্যাকরণে বিবেকের বন্ধ তালা
তুমি সংঘাত আর প্রতিঘাতে অস্থির রাজপথ
তুমি আজ ও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত।
তুমি চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ
তুমি অবুঝ রাগী প্রজন্মের হৃদয়ে রক্তক্ষরণ।
তুমি তারুণ্যের চোখের কোণে বিষণ্ণতার বাস
তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমত ভুলের ইতিহাস।
তুমি উদ্ধত মিছিলের স্রোতে গর্বিত মুখ
তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শূন্য বুক।
তোমার মাঝেই স্বপ্নের শুরু
তোমার মাঝেই শেষ
তবু ভালোলাগার ভালোবাসা তুমি
আমার বাংলাদেশ…
আমার বাংলাদেশ…
كلمات أغنية عشوائية
- ben bostick - sweet thursday كلمات أغنية
- wills ayo - connection كلمات أغنية
- dead end finland - inside the void كلمات أغنية
- sara oddcast - quarto privado كلمات أغنية
- ventotene gang - coronavirus freestyle كلمات أغنية
- monasteries - the amygdala chorus كلمات أغنية
- g-pol - no fear كلمات أغنية
- srexer - srex - gloante كلمات أغنية
- 9muses 기억해 - no playboy كلمات أغنية
- insei - yea yea yea كلمات أغنية