ayub bacchu - apon keu nai كلمات الأغنية
এভাবে আমায়
কাঁদিয়ে চলে যাবে আমি কোনো দিনও ভাবিনি
কিভাবে তোমায়?
ক্ষমা করে ভুলে যাবো আমি এখনও তা ভাবিনি
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
যন্ত্রণায় প্রতিটিক্ষণ
ভুলে যেতে পারিনা
তুমি কাছে নেই এই মন মানে না
শুরু থেকেই কাঁদালে
কেন মায়ায় জড়ালে
এখন জীবনে তুমি নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
রাত জেগে ডাইরি তে কত কথা স্মৃতিতে
আনমনে আমি লিখে যাই
জানি একদিন হবে দেখা
সব দুঃখের শেষ হবে
এই কথা ভেবে থাকি আশায়
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
এভাবে আমায়
কাঁদিয়ে চলে যাবে আমি কোনো দিনও ভাবিনি
কিভাবে তোমায়?
ক্ষমা করে ভুলে যাবো আমি এখনও তা ভাবিনি
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
كلمات أغنية عشوائية
- arks - july كلمات الأغنية
- gülben ergen - infilak كلمات الأغنية
- j pharoh - rock with me كلمات الأغنية
- walez - potion كلمات الأغنية
- mark toronto - bauchschmerzen كلمات الأغنية
- justin hughes - coco (remix) كلمات الأغنية
- cheezy - karma كلمات الأغنية
- mehkai orion - until the angels come كلمات الأغنية
- dheva - é il posto nostro كلمات الأغنية
- nekrow - bailalo كلمات الأغنية