
ayub bacchu - apon keu nai كلمات أغنية
এভাবে আমায়
কাঁদিয়ে চলে যাবে আমি কোনো দিনও ভাবিনি
কিভাবে তোমায়?
ক্ষমা করে ভুলে যাবো আমি এখনও তা ভাবিনি
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
যন্ত্রণায় প্রতিটিক্ষণ
ভুলে যেতে পারিনা
তুমি কাছে নেই এই মন মানে না
শুরু থেকেই কাঁদালে
কেন মায়ায় জড়ালে
এখন জীবনে তুমি নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
রাত জেগে ডাইরি তে কত কথা স্মৃতিতে
আনমনে আমি লিখে যাই
জানি একদিন হবে দেখা
সব দুঃখের শেষ হবে
এই কথা ভেবে থাকি আশায়
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
এভাবে আমায়
কাঁদিয়ে চলে যাবে আমি কোনো দিনও ভাবিনি
কিভাবে তোমায়?
ক্ষমা করে ভুলে যাবো আমি এখনও তা ভাবিনি
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
দিশেহারা আমার মন এখন
তোমাকে খুঁজে যায়
তুমি ছাড়া আপন কেউ নাই
كلمات أغنية عشوائية
- dj standout, evan ford, & matthew marin - i'm in the zone كلمات أغنية
- sbahle - emlanjeni كلمات أغنية
- gustavo cerati - sal (en vivo en monterrey) كلمات أغنية
- ro$e - call me midnight كلمات أغنية
- juicy gay x mc smook - amg كلمات أغنية
- eric north - total destruction pt. 2 كلمات أغنية
- zetazeta - las máscaras de la esclavitud كلمات أغنية
- radio havanna - freie radikale كلمات أغنية
- sell - waves كلمات أغنية
- localmusicofficial - who's there? كلمات أغنية