
ayub bacchu - aaj theke aar kokhono كلمات أغنية
Loading...
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
কতটা কষ্ট পেলে এই মন হয় শশ্বান
তোমার কাছে সবই খেলা প্রেম মানে পিছুটান।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
যখনি বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া
তখনি আঘাত করো চোখে বয় জ্বলধারা।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
كلمات أغنية عشوائية
- silent voices - glassheart كلمات أغنية
- lsu - lonely boy كلمات أغنية
- galeria incerteza - je sais bébé كلمات أغنية
- yergurl - shake it (metro station cover) كلمات أغنية
- fencetrees - my type of war كلمات أغنية
- tim baldus - letzter zug كلمات أغنية
- thepoing & young wolf beatz - tesla كلمات أغنية
- rey pirín - chica de la noche كلمات أغنية
- keli holiday - up all night كلمات أغنية
- klonu - pan zagłoba كلمات أغنية