ayub bacchu - aaj theke aar kokhono كلمات الأغنية
Loading...
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
কতটা কষ্ট পেলে এই মন হয় শশ্বান
তোমার কাছে সবই খেলা প্রেম মানে পিছুটান।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
যখনি বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া
তখনি আঘাত করো চোখে বয় জ্বলধারা।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
كلمات أغنية عشوائية
- threshold - ground control كلمات الأغنية
- threshold - flags and footprints كلمات الأغنية
- stray cats - reckless كلمات الأغنية
- thalia - you spin me 'round كلمات الأغنية
- stray cats - rockin' all over the place كلمات الأغنية
- stray cats - rockabilly rules ok كلمات الأغنية
- stray cats - rockabilly world كلمات الأغنية
- stray cats - sexy and 17 كلمات الأغنية
- stray cats - shotgun baby كلمات الأغنية
- stray cats - slip slip slippin' in كلمات الأغنية