
ayub bacchu - 69 كلمات أغنية
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো।
আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে
আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে
আমাকে দেখে স্বপ্ন
চোখে মেরেছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো।
আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে
আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে
ভালো আমাকে বেসে
মন্দ করেছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
كلمات أغنية عشوائية
- oxon - game on كلمات أغنية
- morometzii - știi că băieții كلمات أغنية
- samuli putro - nainen ei voi miestä pelastaa كلمات أغنية
- dasher - goblin كلمات أغنية
- tonight alive - looking for heaven كلمات أغنية
- asteriska - distance كلمات أغنية
- jay scøtt x smitty bacalley - c'était nous ça كلمات أغنية
- kollateral x flow simpson - love & smoke كلمات أغنية
- imnotike - evviva كلمات أغنية
- castle - butcher of los angeles كلمات أغنية