ayub bacchu - 69 كلمات الأغنية
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো।
আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে
আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে
আমাকে দেখে স্বপ্ন
চোখে মেরেছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো।
আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে
আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে
ভালো আমাকে বেসে
মন্দ করেছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
كلمات أغنية عشوائية
- lili caseley - play me (like a piano) كلمات الأغنية
- vivu$ - trago amargo كلمات الأغنية
- maica_n - hyw 55 كلمات الأغنية
- joe simon - you don’t want to believe it (my man) كلمات الأغنية
- gitarakuru - никто (nobody) كلمات الأغنية
- puteraeon - dead once more كلمات الأغنية
- morgenshtern - aristokrat كلمات الأغنية
- elm jo$ae - miami weather كلمات الأغنية
- olamide - dirty rock كلمات الأغنية
- primal scream - don't fight it, feel it (7" edit) كلمات الأغنية