kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

avoidrafa - tobu keno كلمات الأغنية

Loading...

এ কেমন এলোমেলো সময়
কাক ভিজে আমাদের স্মৃতি ফিরে
আলোর সাথে চলমান ছায়া হয়ে

অজস্র শব্দ ফেরি করে

তবু কেন সকাল সন্ধ্যা
এতো রঙ্গিন লাগে
তবু কেনো দৃশ্যপট
এতো রঙহীন লাগে

আজ কোথাও শিরোনামে তুমি নেই
এ যেন এক অদ্ভুত ফেরারী নেশা
আজ কোথাও কোনো শব্দে তুমি নেই
এ যেন এক অদ্ভুত ফেরারী নেশা

তবু কেন সকাল সন্ধ্যা
এতো রঙ্গিন লাগে
তবু কেন দৃশ্যপট
এতো রঙহীন…

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...