avoidrafa - extended كلمات الأغنية
Loading...
ইচ্ছে ছিল এগেই যাবার
শব্দ গুলো আজ কেন রঙিন মনে হয়
সব নিশ্বাস ছেড়ে আমি
ভাবছি একা বসে
ঘোর কেন কাটে না
তোমার ছায়ায় দাড়িয়ে আমি হারিয়ে যাই
ছেড়ে দাও
চল চলে যাই বদ্ধ কোথাও
তুমি আর আমি হারিয়ে যাবো
মুছে বলি সব হার
সবই আমার ঘোরে থাকা
স্বপ্নময় ধুলোকণা
নিল আকাশ আজ আনমনে হয় ।।
থামছে না কেন??
সুন্দর কে কুৎষিত মনে হয়
كلمات أغنية عشوائية
- castaway - sanity embrace كلمات الأغنية
- cast from eden - delete كلمات الأغنية
- miss a - rock n rule كلمات الأغنية
- cataract - blackest hour كلمات الأغنية
- se7en - make good love كلمات الأغنية
- scarlett ohara - the way that we have been كلمات الأغنية
- kid frost - i got pulled over كلمات الأغنية
- castaway - this-integration كلمات الأغنية
- cast from eden - control كلمات الأغنية
- miss a - over u كلمات الأغنية