
avoidrafa - bujhe na bujhe كلمات أغنية
Loading...
অনেক দিন পর যখন
আমরা হবো মুখোমুখি
প্রিয় চোখে তখন তুমি
ছাড়বে কি দীর্ঘশ্বাস?
বুঝে না বুঝে তুমি
বলবে কি কিছু কথা
না কি হারানোর কান্না চেপে তুমি
নিজেকে করবে আড়াল?
অনেক দিন পর যখন
নামবে নতুন কুয়াশা
রোঁদের চাদরে কি তুমি
পাবে তীব্র উষ্ণতা?
বুঝে না বুঝে তুমি
বলবে কি কিছু কথা
না কি হারানোর কান্না চেপে তুমি
নিজেকে করবে আড়াল?
কি অদ্ভুত তাই না?
ভাবি আমি
চলে গিয়ে তুমি
থাকবে সবটা জুড়ে!
কি অদ্ভুত তাই না?
ভাবি আমি
চলে গিয়ে তুমি
আসবে আবার ফিরে!
বুঝে না বুঝে তুমি
كلمات أغنية عشوائية
- alice cooper - pass the gun around كلمات أغنية
- alice cooper - pessimystic كلمات أغنية
- alice cooper - pick up the bones كلمات أغنية
- alice cooper - prettiest cop on the block كلمات أغنية
- alice cooper - prince of darkness كلمات أغنية
- alice cooper - raped and freezing كلمات أغنية
- alice cooper - remarkably insincere كلمات أغنية
- alice cooper - road rats كلمات أغنية
- alice cooper - roses of white lace كلمات أغنية
- alice cooper - sanctuary كلمات أغنية