avoidrafa - ami akash pathabo كلمات الأغنية
Loading...
আমার খোলা আকাশ, তোমার অপেক্ষায়
অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়, তোমার সময় কেটে যায়
আবার আসবে তুমি, আমার ভালো লাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে –
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
খোলামাঠে গাইবে গান, বসন্তের বাতাসে।
আমার রঙ্গিন বাতাস, তোমার অপেক্ষায়
অনেক সৃত্বি বয়ে যায়, আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়, তোমার আলো বয়ে যায়
আবার আসবে তুমি, আমার ভালো লাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে –
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
খোলামাঠে গাইবে গান, বসন্তের বাতাসে।
كلمات أغنية عشوائية
- lily & madeleine - lips & hips كلمات الأغنية
- jan smit - jij & ik كلمات الأغنية
- ka - every... كلمات الأغنية
- backstreet boys - i'll be there for you كلمات الأغنية
- now easy - зависть (envy) كلمات الأغنية
- desiigner - don't touch كلمات الأغنية
- shyheim - pass it off (d-side remix) كلمات الأغنية
- theoskaroo - stopa كلمات الأغنية
- liah - você por perto كلمات الأغنية
- brandon - moi كلمات الأغنية