
avoidrafa - ami akash pathabo كلمات أغنية
Loading...
আমার খোলা আকাশ, তোমার অপেক্ষায়
অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়, তোমার সময় কেটে যায়
আবার আসবে তুমি, আমার ভালো লাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে –
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
খোলামাঠে গাইবে গান, বসন্তের বাতাসে।
আমার রঙ্গিন বাতাস, তোমার অপেক্ষায়
অনেক সৃত্বি বয়ে যায়, আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়, তোমার আলো বয়ে যায়
আবার আসবে তুমি, আমার ভালো লাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে –
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
খোলামাঠে গাইবে গান, বসন্তের বাতাসে।
كلمات أغنية عشوائية
- adam (kor) - 마지막날까지 우린 영원히 (until the last day we are forever) كلمات أغنية
- angelsofsorrows - this isn't what i signed up for :( كلمات أغنية
- concealer. (band) - ableedingsky كلمات أغنية
- aki chan - dragon ball daima 'jaka jaan' | cover en español كلمات أغنية
- jacob slade - impermeable كلمات أغنية
- brown4k - doa كلمات أغنية
- kdm shey - dirty dew كلمات أغنية
- sp5derflix - overthinking كلمات أغنية
- downes braide association - clear light كلمات أغنية
- welcome stranger - you need me كلمات أغنية