
avoidrafa - ami akash pathabo lyrics
Loading...
আমার খোলা আকাশ, তোমার অপেক্ষায়
অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়, তোমার সময় কেটে যায়
আবার আসবে তুমি, আমার ভালো লাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে –
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
খোলামাঠে গাইবে গান, বসন্তের বাতাসে।
আমার রঙ্গিন বাতাস, তোমার অপেক্ষায়
অনেক সৃত্বি বয়ে যায়, আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়, তোমার আলো বয়ে যায়
আবার আসবে তুমি, আমার ভালো লাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে –
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
খোলামাঠে গাইবে গান, বসন্তের বাতাসে।
كلمات أغنية عشوائية
- playboi carti - skinny jeans lyrics
- adam dani - dimensi lyrics
- aleebi & gun boi kaz - tonguetied lyrics
- jandino - otra vez lyrics
- dusty white - first & last (demo) lyrics
- тапок (tapok) - продюссер (producer) lyrics
- yyung forestt - дивия (divya) lyrics
- tapgeo - 聪明小朋友 (smart little friends) lyrics
- tospacewego - waiting on the sunrise lyrics
- feid - no me dejo xximbiar lyrics