
aurthohin - odbhut shei cheleti كلمات أغنية
অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা
কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা
হাতে তার অ্যাকস্টিক পকেটে হারমোনিকা
কষ্টে ভরা এ জীবনের বহু গান যে তার শোনা
আমাদের এই বাংলাদেশে ছিল তার বাড়ি
কাউকে কিছু না বলে অভিমানে দূর দেশে দিল পারি
পকেটের টাকা শেষ খাওয়া হয়নি কিছু
খিদে কেন ছুটছে শুধু তার পিছু পিছু
অদ্ভুত ছেলেটি শুরু করল গাওয়া
হাতে তার অ্যাকস্টিক পকেটে হারমোনিকা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
একটি বনে ঢুকল সে গাছগাছালিতে ঢাকা
আনমনা হয়ে প্রকৃতি দেখে বিশাল বনে একা
খিদের জালায় অস্থির মন যাবে কী বাড়ি ফিরে
তার চেয়ে জীবন ভালো বন্য প্রাণীর ভিড়ে
অদ্ভুত ছেলেটি শুরু করল গাওয়া
হাতে তার অ্যাকস্টিক পকেটে হারমোনিকা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
পাহাড়ী ঝর্ণা রংধনু বাড়ির কথা ভোলায়
প্রকৃতি বলে গান গেয়ে যাও শুনছি আমি তোমায়
তুলে নিল সে হাতে গিটার অন্য এক সুরে
প্রতিভার কথা জানিয়ে দিল শান্ত প্রকৃতিকে
অদ্ভুত ছেলেটির শেষ হয়না গানটা
ক্ষুধার্ত দেহ থেকে জীবনটা চলে যায়
রয়ে যায় সে সুরটা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
বলছে এ প্রকৃতি যে সুরের রঙে আঁকা
সেই ছেলেটির সবগুলো গান
হলোনাতো মোর শোনা
বনের একটি শুকনো ফুল, নাম না জানা
পাশে ঘুনে ধরা অ্যাকস্টিক ভাঙা হারমোনিকা
হারমোনিকা
হারমোনিকা
হারমোনিকা
كلمات أغنية عشوائية
- sway (1) - prayers كلمات أغنية
- sf9 - tear drop كلمات أغنية
- jimmy edgar - ready2die كلمات أغنية
- graffik - chillin كلمات أغنية
- settle your scores - the way things used to be كلمات أغنية
- lodwick wicky - naik banding كلمات أغنية
- madonna - bye bye baby (rick does كلمات أغنية
- bagus satya wira - fatamorgana كلمات أغنية
- tia potts - three frequently asked questions about an audi battery كلمات أغنية
- esa risty - yang tersayang (feat. wandra) كلمات أغنية