aurthohin - nikrishto 2 كلمات الأغنية
আঁধার এই তিন দেয়ালের ঘরে
একা একা বসে আজ কেমন লাগে?
বলেছিলাম এদিন আসবে
পুরোনো গানে, পুরোনো গানে
তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো
আয়নায় তুমি দাঁড়িয়ো
তোমার পেছনে, পাশে, সামনে
নেই কেউ আজ, নেই কোনোখানে
তুমি কি ভেবেছো কাঁদছি আমি?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত?
তুমি ভেবেছো এখনো তোমার আমি?
তুমি ভেবেছো নই আমি শক্ত?
তোমার ঐ ধোঁকা দেয়া চোখ দু’টো
উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো
কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকে আজ জিজ্ঞেস করো
যত মিথ্যে গল্প লিখেছিলে
যত মূত্র চোখে ঝরিয়েছিলে
যত লোভ নিয়ে কাছে টেনেছিলে
ভেবেছিলে কি সেসব আসবে না ফেরত?
তুমি ভেবেছিলে হারাবো আমি
এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি কি ভেবেছো…
তুমি কি ভেবেছো সমাজ, censor board
আমি গোনায় ধরছি এই গান লিখতে?
দেখাই তোমায় মধ্যাঙ্গুলি
দুই পয়সার wh0re, তোমায় চুদি না
আমায় ফেলে গিয়েছিলে যার কাছে
তার থুথু খেতে কেমন লেগেছে?
যেখানে দিয়েছিলাম তোমায় ভালোবাসা
সেখানে পেয়েছো তাচ্ছিল্য বেজম্মার
তুমি আমার থুথুর অযোগ্য
তুমি নর্দমায় বীর্য_সিক্ত
তুমি থাকো ঐ পশুদের পাশে
যারা তোমায় নিয়ে পেছনে হাসে
কত অভিনয় করেছিলে তুমি
কত লোভী চোখে মোর অর্থ গিলেছিলে
খেলাটা তো সবে হয়েছে শুরু
নিকৃষ্ট তুমি থাকবে অন্ধকারেই
তুমি ভেবেছিলে হারাবো আমি
এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি মরে গেলেও আমি থামবো না
থাকবো আমি দাঁড়িয়ে তোমার কবরের পাশে
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভেজাবো কবর আমি মূত্র দিয়ে
কারণ তুমি অমানুষ, তুমি নিকৃষ্ট!
তুমি ভেবেছিলে হারাবো আমি
এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি ভেবেছিলে হারাবো আমি
এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
كلمات أغنية عشوائية
- rolling stones - the last time كلمات الأغنية
- sounds - 24 hours كلمات الأغنية
- sounds - ego كلمات الأغنية
- sounds - hurt you كلمات الأغنية
- sounds - much too long كلمات الأغنية
- sounds - painted by numbers كلمات الأغنية
- sounds - night after night كلمات الأغنية
- sounds - queen of apology كلمات الأغنية
- sounds - running out of turbo كلمات الأغنية
- sounds - dance with me كلمات الأغنية