
aurthohin - nikrishtho 3 كلمات أغنية
তুমি মরে গেলেও থামবো না আমি
খানকি মাগী এখন থামো
মিথ্যে কান্না অনেক হল
কি লিখবো জানি না, কি গাইবো ভাবি না
দুই পয়সার wh0re, তোমায় আমি চুদি না
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকার হাতড়ে ফিরি?
আমি আর কাঁদি না, তোমায় নিয়ে ভাবি না
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হই না
you make me sick
তোমার জন্য রঙিন চশমা
পৃথিবীটা ছিল মিথ্যে ঘেরা
আঁধারকে আলো ভেবে, তোমার অভিনয়ে
হয়েছিলো কবর মাটির বিছানা
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকারে হাতড়ে ফিরি?
আমি আর কাঁদি না, তোমায় নিয়ে ভাবি না
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হই না
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে
তুমি নিকৃষ্ট
হে খানকি মাগী যাচ্ছো কোথায়?
আমার কথা শেষ হয় নাই
তুমি মরলেও থামবো না আমি
দাঁড়িয়ে থাকবো কবরের পাশে
যেদিন রাত্রে জোছনা উঠবে
ঘৃণায় ভিজবে তুমি মোর মূত্র দিয়ে
কারণ তুমি অমানুষ
ওয়াক থু!
তুমি অমানুষ
তুমি নিকৃষ্ট
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে
তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে গর্ভপাতের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট
তুমি মানে, তুমি মানে, তুমি মানে নিকৃষ্ট
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে
তুমি নিকৃষ্ট
থু!
كلمات أغنية عشوائية
- rocket ship resort - in space كلمات أغنية
- anthony ramos - good time كلمات أغنية
- luke combs - on the other line كلمات أغنية
- pgf nuk - demons كلمات أغنية
- kelly prescott - silver bell linings كلمات أغنية
- basement superstar - no doubt كلمات أغنية
- ducey guevarra - million $poke shawty كلمات أغنية
- kristian bush - when this shirt was new كلمات أغنية
- filipe toca - jack johnson كلمات أغنية
- felukah - mesh hastanna | مش هستني كلمات أغنية