aurthohin - jodi كلمات الأغنية
[verse 1]
যদি ইচ্ছে করে, শুনতে পারো আমার এ গান
সারাটি রাত একাকী বসে
যদি ইচ্ছে করে, আঁকতে পারো আমার ছবি
তোমার মনের ক্যানভাসে
[pre_chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
[verse 2]
যদি ইচ্ছে করে, মুছতে পারো চোখের জল
সবকিছু ভুলে গিয়ে
যদি ইচ্ছে করে, ভাবতে পারো আছি আমি
তোমার কোমল হাতটি ধরে
[pre_chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
[instrumental break]
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
كلمات أغنية عشوائية
- corrupt nation - spare change كلمات الأغنية
- reckless souls - sick n tired كلمات الأغنية
- nightcore - high كلمات الأغنية
- ivan oviedo - magia كلمات الأغنية
- zigaz - aku adalah aku كلمات الأغنية
- jeff chandler - i know you're there كلمات الأغنية
- amr diab - inti elli `arfa كلمات الأغنية
- estela nuñez - rayando el sol كلمات الأغنية
- azizi gibson - dj khaled كلمات الأغنية
- macklemore & ryan lewis - buckshot كلمات الأغنية