
aurthohin - guti (the final) كلمات أغنية
[verse 1]
অন্ধকারের শেষে আলো দেখার আশায়
চোখ বুজে স্বপ্ন দেখার চেষ্টা কি তোমার?
মাঝরাতে ঘুমের মাঝে দুঃস্বপ্নের চিৎকার
লাগছে কেমন হতে আমার সাফল্যের শিকার?
[bridge]
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীলাকাশ আমায় ছুঁড়ে ফেলে…অন্ধকারে
[chorus]
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে সবাইকে করবে বশ
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে।
[verse 2]
তোমার শেষ গুটির চালটা হয়ে গেলো কেমন যেন
স্বপ্ন আর বাস্তবতার মাঝে কি মস্ত ফাটল?
তোমার যত অভিনয় আর সস্তা কান্না
শুনিও তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না
[bridge]
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীলাকাশ আমায় ছুঁড়ে ফেলে…অন্ধকারে
[chorus]
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে সবাইকে করবে বশ
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে…
[guitar solo]
[chorus]
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে সবাইকে করবে বশ
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে…
كلمات أغنية عشوائية
- spit shine - angel in a wild wind كلمات أغنية
- tracemc, alexmerser, czar & danny hackel - святая вода (holy water) كلمات أغنية
- may lee - l'écho de mon cri كلمات أغنية
- fally ipupa - vincent et evy كلمات أغنية
- baby cute - #ichangedmylifestyle (snippet 03.05.2025)* كلمات أغنية
- robert fayrfax - salve regina كلمات أغنية
- elieen - walking dead كلمات أغنية
- shouse - sunrise كلمات أغنية
- the kooks - let you go كلمات أغنية
- planetboom - unshakeable (remix) كلمات أغنية