kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

aurthohin - fitasher kanna (aushomapto 3) كلمات الأغنية

Loading...

[verse 1]
বেঁচে ছিলাম জন্মাবার স্বপ্ন নিয়ে
মিশে ছিলাম তোমার রক্তস্রোতে
আলোর পথে হোঁচট খেয়ে দেখি
হারিয়ে গেছি আধাঁরে
কালো জলে… কালো জলে

বেঁচে ছিলাম জন্মাবার স্বপ্ন নিয়ে
মিশে ছিলাম তোমার রক্তস্রোতে
আলোর পথে হোঁচট খেয়ে দেখি
হারিয়ে গেছি আধাঁরে
কালো জলে… কালো জলে

[chorus]
ঝরবো আমি নোনা জলে
বৃষ্টি হয়ে তোমার গোপন অবসরে
অলস চোখে ভাঙ্গবো আমি
ভোরের ঐ শিশির বিন্দু
কষ্টে গড়া সূর্যের আর্তনাদে
আর্তনাদে

[verse 2]
কষ্টের এই নষ্ট সময়ে
ছায়ার মাঝে বন্দী এ হৃদয়
মায়ার শূন্যতায় লুকাবো তোমায়
কষ্টে গড়া আলোর আর্তনাদে
আর্তনাদে

[chorus]
ঝরবো আমি নোনা জলে
বৃষ্টি হয়ে তোমার গোপন অবসরে
অলস চোখে ভাঙ্গবো আমি
ভোরের ঐ শিশির বিন্দু
কষ্টে গড়া সূর্যের আর্তনাদে
আর্তনাদে

[verse 3]
ভালোবাসার তীব্র জোছনা দিয়ে
পারোনি তুমি মমতায় বাঁধতে
নিষ্পাপ আমার প্রস্থান লেখা থাকবে না
সাজানো কোনো এপিটাফে…

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...