
aurthohin - chaite paro 3 (you have to bujhte hobe) كلمات أغنية
চাইতে পারো নিঝুম রাতে
আমার গাওয়া গান শুনতে
হঠাৎ করেই গান থামিয়ে
গিটারটা ছুঁড়ে ফেলে
বললাম, “চলো হারিয়ে যাই
সবকিছু ছেড়ে পালাই”
b_tch please!
হও তুমি যতই সুন্দরী
facebook_এ লাইক কাঁড়ি কাঁড়ি
আমার এই গিটার ছেড়ে
রাখবো কি হাত তোমার হাতে!
গান কি এত সস্তা নাকি!
এ কি তোমার মামার বাড়ি?
আটা_ময়দা মাখা selfie
জাতে উঠতে অনেক দেরি
গান কি এত সস্তা নাকি!
এ কি তোমার মামার বাড়ি?
আটা_ময়দা মাখা selfie
জাতে উঠতে
চাইতে পারো
চাইতে পারো dslr
সাথে দু’টো সাদা লেন্স
সাথে স্বপ্ন পাবার
ছয় ছয়টা hot model friend
ছবিতে গরিব_দুঃখী
পকেটে বড়লোকি
inbox_এ প্রেমপত্র
মুরাদ টাকলা ঠিকই
তোমার এই যশ_খ্যাতি
যেন smartphone_এর battery
যতই করো টিপাটিপি
charge চলে গেলে আমের আঁটি
এতই সস্তা photography!
সে কি তোমার মামার বাড়ি?
instagram কি দৃক গ্যালারি?
জাতে উঠতে অনেক দেরি
এতই সস্তা photography!
সে কি তোমার মামার বাড়ি?
instagram কি দৃক গ্যালারি?
জাতে উঠতে
চাইতে পারো
চাইতে পারো কোনো টিভির
কোনো এক অনুষ্ঠানে
নিজের ঢোল নিজেই পেটাতে
নিজের ঢোল নিজে পেটাতে
মিথ্যা দিয়ে ঘায়েল করতে আমায়
জনগণ কি ঘোড়ার ঘাস খায়?
যতই করো মিথ্যাচার
তাল গাছটা শুধুই তোমার
public আজ সবই বোঝে
you have to বুঝতে হবে
এতই সস্তা legend_গিরি!
সে কি তোমার মামার বাড়ি?
twin turbo_ওয়ালা গরুর গাড়ি?
জাতে উঠতে অনেক দেরি
এতই সস্তা legend_গিরি!
সে কি তোমার মামার বাড়ি?
twin turbo_ওয়ালা গরুর গাড়ি?
জাতে উঠতে
d_mn!
গিটার solo_টা দিতেই তো ভুইলে গেছি!
দর্শক শ্রোতা, এখন আপনারা শুনবেন guitar solo
শিশির!
كلمات أغنية عشوائية
- the lawnmowers - flaming dove كلمات أغنية
- praivent - vacant eyes كلمات أغنية
- silvy (tha) - blah blah (อิหยังวะ) (english version) كلمات أغنية
- thary - nice wenn du hier wärst كلمات أغنية
- coults - perfect كلمات أغنية
- sum 41 - bad mistake كلمات أغنية
- punishment test - dead signs كلمات أغنية
- layone (래원) - 동굴 (mancave) كلمات أغنية
- vans rat x jay - salutations كلمات أغنية
- wegh - maskara كلمات أغنية