
aurthohin - chaite paro 2008 كلمات أغنية
[verse 1]
চাইতেই পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধ্যাতারাটা
চাইতেই পারো সারারাত আর সারাদিন
হবে না যে কখনো আর লোডশেডিং
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবো না যেখানে তোমায় আর অপমান
[chorus]
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?
[verse 2]
চাইতেই পারো তুমি g-series থেকে
ফুয়াদ ফিচারিং এলবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডসলিস্টে
চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে
fm channel এর হিট কোনো rj
চাইতেই পারো নতুন এক deo spray
মনের দূর্গন্ধটা দূর করতে
[chorus]
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?
كلمات أغنية عشوائية
- jax maromba & papamike - visionário كلمات أغنية
- doobiedadevil - pre-turbulence كلمات أغنية
- linus hablot - all she wrote كلمات أغنية
- dekma - ragebait, часть два (part two) كلمات أغنية
- fern & derek winkley - outside forever كلمات أغنية
- kevin salem - edge of the world كلمات أغنية
- casper fox - titanomachy كلمات أغنية
- kyle landon - ferris wheel memories كلمات أغنية
- solx2 - goodbye كلمات أغنية
- g. twilight - friends (whodini cover) كلمات أغنية