
aurthohin - cancer كلمات أغنية
আজ রাতটা অন্যরকম, দেখছি চারিদিক ধূসর
উজ্জ্বল চোখে, এদিক সেদিক নেই কেউ পাশে
এটাই তো মোক্ষম সময়, তোমার সাথে মত বিনিময়
শুনবে না কেউ তোমার হাহাকার, শেষ যুদ্ধে
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
তুমি তো আজ মিশে গেছো শিরায়
হাসছো এখন উপহাস করে আমায়
হারিয়ে যাই নি
এখনো চলছে এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
এখনো আছে বাকি সময় কিছুটা
হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
থাকবে না তোমার কোন চিহ্ন আর
যতই ভাবো আসবে সুদিন, যতই ভাবো নেই আমি আর
যতই ভাবো দেখছো আলো, আসবো ফিরে
আমি তো ওই নখের মতো, অথবা ওই চুলগুলো
কেটে ফেলবে জানি আমায়, আবার হবো উদয়
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
তুমি তো আজ মিশে গেছো শিরায়
হাসছো এখন উপহাস করে আমায়
হারিয়ে যাই নি
এখনো চলছে এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
এখনো আছে বাকি সময় কিছুটা
হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
থাকবে না তোমার কোন চিহ্ন আর
ছিলো আমার এ রক্ত কালো
চুরি করেছিলে তুমি আমার স্বপ্ন
ঢুকেছিলে তুমি আমার ভেতর
নেই তুমি আজ চারিপাশে কোথাও
হারিয়ে যাই নি
দেখো চলছে আজও এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
দেখো হাতের মুঠোয় এই পৃথিবীটা
হয়তো আসবে তুমি ছড়াতে বিষাক্ততা
দেখবো তোমার পরাজয় আবার
كلمات أغنية عشوائية
- austin mahone - let me love you (mario cover) كلمات أغنية
- ariel pink - gray sunset كلمات أغنية
- ariel pink - haunted graffiti كلمات أغنية
- ace frehley - deuce (live) كلمات أغنية
- alvin and the chipmunks - here comes santa claus (right down santa claus lane) كلمات أغنية
- ace frehley - fractured iii كلمات أغنية
- ace frehley - fractured too كلمات أغنية
- agathocles - alexandra's end / outro كلمات أغنية
- ariel pink - for kate i wait كلمات أغنية
- ariel pink - fright night (nevermore) كلمات أغنية