
aurthohin - bichoron كلمات أغنية
Loading...
তুমি অনেক জনপ্রিয়?
উঠতে, বসতে, হাততালিতে?
আমায় তুমি হটাতে চাও?
মোর বিচরণ অন্যখানে!
চুরি করা রং মাখানো
গান পাওয়া যায় মাঠেঘাটে!
তুমি আমায় গান শোনাবে?
মোর বিচরণ অন্যখানে!
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
জনপ্রিয়তার লোভেতে
দিচ্ছ বেচে ছেলে মেয়েকে
যখন তারা বড় হবে
রাখবে কি হাত তোমার হাতে?
ভাবছো তুমি চুপ থাকলে
অতীত সবাই ভুলে যাবে?
আমায় তুমি কি ভোলাবে?
মোর বিচরণ অন্যখানে!
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
ভণ্ডামি আর বেচবে কত?
বাজারদর যে গেছে নেমে
দরের হিসেব কষিনি আমি
মোর বিচরণ অন্যখানে
সবকিছুই আজ বেশি বেশি?
চামচা দ্বারা মুখটা খোলে?
একবারও কি মাথায় আসে?
“কোথায় ছিলে?” “কোথায় যাবে?”
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
كلمات أغنية عشوائية
- and and and - get off my lawn كلمات أغنية
- baco exu do blues - capitães de areia كلمات أغنية
- envysnds - freestyle ii كلمات أغنية
- achtvier - huckepack كلمات أغنية
- la base (musical) - amor prohibido كلمات أغنية
- carlos (quincy) - travis scott jr. كلمات أغنية
- visigoth - creature of desire كلمات أغنية
- sagath - рубикон (rubikon) كلمات أغنية
- abwärts - ich habe heute ein scheißgefühl كلمات أغنية
- phil campbell and the bastard sons - step into the fire كلمات أغنية