aurthohin - aushomapto كلمات الأغنية
Loading...
[verse 1]
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে
[pre chorus]
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[verse 2]
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার
[pre chorus]
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে
[chorus]
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[chorus]
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[verse 3]
তবুও আঁধার শেষে দেখা দেয় আলো
অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোদ
كلمات أغنية عشوائية
- canned heat - i'm her man كلمات الأغنية
- buck owens - roll out the red carpet كلمات الأغنية
- canned heat - goin' down slow كلمات الأغنية
- brie larson - go your own way كلمات الأغنية
- curreny - job كلمات الأغنية
- canned heat - evil is going on كلمات الأغنية
- david archuleta - where you are كلمات الأغنية
- canned heat - dizzy miss lizzy كلمات الأغنية
- brett eldredge - beat of the music كلمات الأغنية
- brie larson - a day in the life كلمات الأغنية