
aurthohin - aushomapto كلمات أغنية
Loading...
[verse 1]
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে
[pre chorus]
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[verse 2]
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার
[pre chorus]
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে
[chorus]
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[chorus]
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[verse 3]
তবুও আঁধার শেষে দেখা দেয় আলো
অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোদ
كلمات أغنية عشوائية
- calvin harris - love's recipe كلمات أغنية
- lefa - spécial كلمات أغنية
- laidback gemini - j'prends mon temps (et j'fais sa bien) كلمات أغنية
- miley cyrus & mark ronson - no tears left to cry (bbc radio 1 live lounge) كلمات أغنية
- murda mook - clap for me كلمات أغنية
- method man - intro (tical 0) كلمات أغنية
- mattas - 2pac’s “changes” كلمات أغنية
- unspoken - run to you كلمات أغنية
- safi & spreej - naast mij كلمات أغنية
- lil flip - where i'm from كلمات أغنية