aurthohin - amar e gaan كلمات الأغنية
[intro]
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
[verse]
যে গানটা লিখবো বলে বেঁচে থাকা, সে গানটা আজ শুনবে কে?
কোনো এক থমকে যাওয়া রাতের পরে আমার কথা ভাববে কে?
ঘাসের বুকে শুয়ে শুয়ে নীল আকাশটা আঁকবে কে?
সারারাত আমার হাতটা জাপটে ধরে জোছনাটা দেখবে কে?
যাচ্ছে পুড়ে আমার শরীর, হয়ে যাচ্ছি যে ছাই
শেষ গানটা থাকলো পড়ে, কোথাও তুমি নাই
তবুও মাথায় অদ্ভুত চিন্তা, দেখবো আবার তোমাকে
ছাই থেকেই উঠবো আবার, ভুলতে দেবো না আমাকে
[bridge]
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
[chorus]
আমার এ গানটার জন্য তোমার আমায় মনে রাখতে হবে
রাত গভীরে ঘুম ভাঙলে আমার কথা ভাবতে হবে
জোছনাটা দেখলে পরে আমায় তোমার খুঁজতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
كلمات أغنية عشوائية
- frank schöbel - bitte geh doch كلمات الأغنية
- dj hk - a sua ex كلمات الأغنية
- lil wyte & jelly roll - zombie كلمات الأغنية
- dopeworld - blooder كلمات الأغنية
- psycho side - addicted كلمات الأغنية
- myria - ataraxia كلمات الأغنية
- lee aaron - private billie holiday كلمات الأغنية
- jxhn93 - bebidas e remédios كلمات الأغنية
- melissa etheridge - i will always love you كلمات الأغنية
- judy collins - weight of the world كلمات الأغنية