kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

aurthohin - akasher tara كلمات الأغنية

Loading...

শেষ বিকেলের আলো যখন চলে যাবে
যখন ছুটি নিবে গোধূলী, তুমি কোথায় রবে?
বিভ্রান্ত যখন, কেউ নেই পাশে
তখন যদি হাতটা বাড়াই
তুমি কি তা ছোঁবে?
আমার এ গানে কখনো কি
ফিরে পাবে তুমি
হারানো সেই দিন?

আকাশের তারাগুলো নিভে যাক না একে একে
হয়ে যাক না আঁধার, চলে যাক জোছনা
হাঁটবো আমি আঁকা বাঁকা এই পথটি ধরে
যদি তুমি থাকো পাশে আমার

আকাশের তারাগুলো নিভে যাক না একে একে
হয়ে যাক না আঁধার, চলে যাক জোছনা
হাঁটবো আমি আঁকা বাঁকা এই পথটি ধরে
যদি তুমি থাকো পাশে আমার

আমার এ গানে কখনো কি
ফিরে পাবে তুমি
হারানো সেই দিন?

যখন পাবে আলোয় নতুন ঠিকানা
তখন তোমার মনে কি রবে, আমার এই গানটা?
যখন চারিদিকে নেই আর শোক
তখন কি মনে পড়বে তোমার, মুছে দিয়েছি চোখ
থাকবো তোমার পাশে, তোমারই গানে
যতই আসুক বাধা প্রতিটি ক্ষণে
আকাশের তারাগুলো নিভে যাক না একে একে
হয়ে যাক না আঁধার, চলে যাক জোছনা
হাঁটবো আমি আঁকা বাঁকা এই পথটি ধরে
যদি তুমি থাকো পাশে আমার

আকাশের তারাগুলো নিভে যাক না একে একে
হয়ে যাক না আঁধার, চলে যাক জোছনা
হাঁটবো আমি আঁকা বাঁকা এই পথটি ধরে
যদি তুমি থাকো পাশে আমার

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...