
aurthohin - abar كلمات أغنية
যদি হঠাৎ করেই দেখো
আমায় কোনো এক সকাল বেলাতে
দাঁড়িয়ে আছি তোমার পাশে মুখে এক চিলতে হাসি নিয়ে
তখন কি ঘুম ঘুম ঐ চোখে
উঠে বসে আবার বিস্ময়ে
রাখবে তোমার ঐ হাত আমার হাতে?
ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে?
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
জানি ছিল অতীতটা তোমার
চারিদিক ছড়ানো অন্ধকার
ছিল না কেউ পাশে এসে, হাতটা তোমার ধরার
কিন্তু চলে যাবে সবকিছু আজ
যখন ভাঙ্গবে ঘুমটা তোমার
দেখবে তুমি আজ আমায়, হাসছি দাঁড়িয়ে
ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে?
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
ভেসে যাবে সব দুঃখ তোমার
হারবে সব কষ্ট এবার
নিয়ে যাব স্বপ্নের দেশে
যেখানে বাস্তবতা হাসে
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
كلمات أغنية عشوائية
- suzanne vega - neighborhood girls كلمات أغنية
- suzanne vega - night vision كلمات أغنية
- suzanne vega - no cheap thrill كلمات أغنية
- suzanne vega - penitent كلمات أغنية
- suzanne vega - pilgrimage كلمات أغنية
- suzanne vega - predictions كلمات أغنية
- suzanne vega - priscilla كلمات أغنية
- suzanne vega - rock in this pocket كلمات أغنية
- suzanne vega - rusted pipe كلمات أغنية
- suzanne vega - small blue thing كلمات أغنية