![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
atmahatya - mritoder ondhokup كلمات الأغنية
ভয় হয়
ভয় হয়
ভয় হয়
ভয় হয়
কোনো অশান্ত সময়ে, এক যুদ্ধের শেষে
মৃতভোজীদের জঠরে, স্বাধীনতা কেঁদে ওঠে
বিষেরই জ্বালা যে,জুড়ায় ক্ষিদে, মুর্শিদাবাদ যে জ্বলে
স্ফুলিঙ্গ সেদিন শহীদ হয় তাই, সিরাজেরই মস্তিষ্কে
বোঝাতে চেয়েছে স্বাধীন মন্ত্র, বোঝাতে চেয়েছে রাগ
দিনেরই শেষে তাই অমানবিক, অন্ধকূপ হত্যা
মৃত্যুর নীল চোখে মণিতে, সিরাজ আজও হাসে
তার খঞ্জর এর হাতছানিতে, অন্তরাত্মা কাঁপে
আতঙ্কের অগ্নিবৃষ্টিতে, অপমান ডুবে মরে
মনে আসে আত্মহত্যা, প্রতি আজানের সুরে
মীরেরই বিশ্বাসঘাতকতায়, পলাশীর প্রান্তর কাঁদে
সেদিন বাংলার হয় সর্বনাশ, নবাব এর অন্তরালে
বণিকের এ সেই মানদণ্ড, আগামী গোধূলিতে
আঘাত হানলো বাংলার শিরে, রাজদণ্ড হয়ে
মৃত্যুর নীল চোখে মণিতে, সিরাজ আজও হাসে
তার খঞ্জরের হাতছানিতে, অন্তরাত্মা কাঁপে
আতঙ্কের অগ্নিবৃষ্টিতে, অপমান ডুবে মরে
মনে আসে আত্মহত্যা, প্রতি আজানের সুরে
كلمات أغنية عشوائية
- lakmann one - leider mit dem falschen كلمات الأغنية
- banana child - every night seems a new morning كلمات الأغنية
- non servium - civilízate كلمات الأغنية
- anarchy p. - menace2society كلمات الأغنية
- matt corman - gold كلمات الأغنية
- forkstar - не стать уже цветком كلمات الأغنية
- asarias - jumalten tuli كلمات الأغنية
- lil candy paint - drown كلمات الأغنية
- equilibrium - kawakaari - the periphery of the mind كلمات الأغنية
- tysixo - who you supposed to be كلمات الأغنية