
atmahatya - andhaar er doshti bochhor كلمات أغنية
শহরের কোনও ব্যর্থ কোণে, ঘুরে ফেরে আমার পুরনো সংগ্রাম
পদধ্বনি সেই পরাজয়ের, শুনে গেছি আমি অবিরাম
আমি মরেছি, মরে বেঁচেছি, ফিরে এসেছি বাঁচতে আবার
শুনে দেখোনি, দেখে বোঝনি, মহাকাল যত বলেছে কথা
মনে, ঘরে বসে, হয়ে যায় না তাজমহল
রক্ত, ক্ষত সুপ্ত, পেয়ে গেছি এই দশ বছর
মনে, মনে মনে, বসে ঘরে বসে
রক্ত, ক্ষত সুপ্ত, পেয়ে গেছি এই দশ বছর
বেঁধেছে হাত, বিধাতা আমার
নেমেছে রাত, এখন আমার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
দশটি বছর ধরে, কুড়িয়েছি অন্ধকার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
জাগছে দানব আমার, বিধাতার করতে বিচার
গুলি ছোটে আজ সবার মুখে, মনে তবু সেই অন্ধকার
আঁধারের এই দশটি বছর, বিধাতার এক উপহার
কত মিথ্যা, হাসি ঠাট্টা, দেখে গেছি আমি অবিরত
নিরুপায় লাগে, আজ নিজেকে, পরিকল্পনা সব মিথ্যে হায়
আছি তবু আছি, আছি তোমাদের মাঝে
ভালো আর মন্দ, সবই মনের ভুল
আছি, আজও আছি, আছি তোমাদের মাঝে
ভালো আর মন্দ, সবই মনের ভুল
বেঁধেছে হাত, বিধাতা আমার
নেমেছে রাত, এখন আমার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
দশটি বছর ধরে, কুড়িয়েছি অন্ধকার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
জাগছে দানব আমার, বিধাতার করতে বিচার
كلمات أغنية عشوائية
- converse kid - crash & burn (on the car ride home) كلمات أغنية
- 衛蘭 (janice vidal) - remember كلمات أغنية
- omnivores - birthday cake كلمات أغنية
- aradszky lászló - nem csak a húszéveseké a világ كلمات أغنية
- jopy - head hunters pub and grub كلمات أغنية
- josué de castro - há um rio كلمات أغنية
- kaliber 44 - nie odejdę sam (demo 1995) كلمات أغنية
- enn chnnel - yunevan كلمات أغنية
- -m- (fra) - manitoumani (live accorarena 2023) كلمات أغنية
- flor de lava - de la tierra broto كلمات أغنية