
atmahatya - 1971
বাতাসে ভেসে আসে, পোড়া মাংসের গন্ধ
জমাট বাঁধা রক্তের মেঝেতে, পিছলে পড়ছে আজ মনুষত্ব
লাশেদের ভিড়ে শুয়ে শুনতে পাই , মানুষের আর্তনাদ
বীরাঙ্গনারা মনের অব্যক্ত কোণে, মরতে চায় ক্ষনে ক্ষনে
হতে চায় শহীদ
মৃত্যু হয়ে হানবে আঘাত, ছিন্ন করবো কণ্ঠনালী তোমার
রক্ত চাই রক্ত তোমার, জাতিকে দিয়েছি কথা
বেয়নেটএ গাঁথা , আমাদেরই ছিন্নমুন্ড
পাঁজরেতে আঘাত, শাসকেরই বুটের দম্ভ
হঠাৎ রাতে আসে, মৃত্যুরই পরোয়ানা
নিয়ে যায় চলে যে,বেঁচে থাকা আত্মসম্মান
যে হাতে বুনেছি, মানুষের গায়ের কাপড়
সেই হাত আজ লিখবে, বিদ্রোহী মারণ মন্ত্র!
কি দাম দিয়ে কিনেছি বাংলা, আজ এস বলি তোমায়
কত রাত্রি জেগেছি আমরা, দেখতে এই স্বাধীন আকাশ
আজ রাতে ঘুম আসে না, কানে বাজে ওদের চিৎকার
তারা ছিল আমার মা ও বোন, আমার পিতা ও সন্তান
শূন্য চোখে দেখছি আবার, শয়তানের এই হত্যালীলা
ছিন্ন ভিন্ন হচ্ছে আমার, দেশমাতার অন্তরাত্মা
গুদামেতে ঠাসা, সারি সারি মৃতদেহ
শকুনে কুরে খায়, জাতিরই মানচিত্র
ভাঙতেই পারো তোমরা, আমাদের হাড় পাঁজর
ফিরে আসব আবার, খুঁড়ে যেতে তোদের কবর
যে হাতে লিখেছি, দরদী কাব্যগ্রন্থ
সেই হাত আজ ধরবে, সর্বনাশের অস্ত্র
কি দাম দিয়ে কিনেছি বাংলা, আজ এস বলি তোমায়
কত রাত্রি জেগেছি আমরা, দেখতে এই স্বাধীন আকাশ
আজ রাতে ঘুম আসে না, কানে বাজে ওদের চিৎকার
তারা ছিল আমার মা ও বোন, আমার পিতা ও সন্তান
كلمات أغنية عشوائية
- benny neyman - verloren in verbondenheid
- uxknow & skanko - всю твою любовь (all your love)
- dias & cryza - verrückt wie krass
- mulayaka - free smoke
- miles prime - dojo
- jade keywood (as keyes) - veins
- capture - you call that a knife? this is a knife!
- 30sidelouie - mia
- john s - bonus track - cxre
- danitse - ya no quiere salir