atmahatya - 1947: ek shorojontro كلمات الأغنية
Loading...
রাত্রি নিশীথ শান্ত, ঘুমে
প্রতিবাদের খসড়া, লিখে
ভয় পাই তখন, যখন
আয়নাতে নিজের মুখ
দেখতে পাই, বুঝে যাই
আমি এক ক্রীতদাস;
বলিদান বিস্মৃত, আজ কেন
অঙ্গীকারের যুগ এ, মিথ্যে
স্বেচ্ছাচারের সাজা, কে পায়
ক্রীতদাস আজ আবার, আমরা
বয়ে চলি স্বাধীনতা, মিথ্যা
শুনতে চাও কি আবার, ভুলে যাওয়া
সব সত্যি গুলো
অহেতুক মিথ্যা যা বলেছ, মিশেছে
গভীরে।
বক্ষে হাত রেখে বলো, ভেবেছো কি
নিজের বাইরে?
সত্যে চেয়ে দেখ আবার, দিয়েছো কি
স্বাধীনতা
৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর
রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে
ভুলে গেছো সবাই, দিয়ে যাওয়া
সব জীবনগুলো
ভেবে দেখো আবার, তুমি কি
তাদের মতো
সত্য সন্ধান করো, ভেবো না যা শুনেছ
সত্যি
সময় যায় না কভু মোছা, যা কিছু
লেখা হোক না কেন!
৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর
রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে
كلمات أغنية عشوائية
- michael jackson - in the back كلمات الأغنية
- erik segerstedt - hello goodbye كلمات الأغنية
- crippledheartcrippledmind - holdingyoutight كلمات الأغنية
- itchy daze - neverland كلمات الأغنية
- yung robux - robux كلمات الأغنية
- hair of the dog - american pie كلمات الأغنية
- joaquín sabina - noche de boda / ... y nos dieron las diez كلمات الأغنية
- linked horizon - 自由の翼 (jiyuu no tsubasa) كلمات الأغنية
- family force 5 - kountry gentleman (gatorbait acoustic remix) كلمات الأغنية
- dread mar i - dias de sol nublados كلمات الأغنية