kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

asif - obohela كلمات الأغنية

Loading...

শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ অবহেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

ও তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

বেদনার আকাশে শুধু একরাশ মেঘ
তোমার প্রেম মানে
কিছু মিথ্যে আবেগ
মন নিয়ে মন ভাঙাগড়ার খেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

তুমিতো আছো সুখে বুঝবে কি করে
ভাঙা মনের বেদনা
চূর্ণ হয়ে যায় যে স্বপ্ন একবার
আর তা জোড়া লাগেনা

তুমিতো আছো সুখে বুঝবে কি করে
ভাঙা মনের বেদনা
চূর্ণ হয়ে যায় যে স্বপ্ন একবার
আর তা জোড়া লাগেনা

বেদনার আকাশে শুধু একরাশ মেঘ
তোমার প্রেম মানে
কিছু মিথ্যে আবেগ
মন নিয়ে মন ভাঙাগড়ার খেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

সহজে ভুলে যাওয়া তোমার কাছে
নয় কোনো ঘটনা
শুন্য হয়ে যায় যে হৃদয় একবার
সে তো পূরণ হয়না

সহজে ভুলে যাওয়া তোমার কাছে
নয় কোনো ঘটনা
শুন্য হয়ে যায় যে হৃদয় একবার
সে তো পূরণ হয়না

বেদনার আকাশে শুধু একরাশ মেঘ
তোমার প্রেম মানে
কিছু মিথ্যে আবেগ
মন নিয়ে মন ভাঙাগড়ার খেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

বেদনার আকাশে শুধু একরাশ মেঘ
তোমার প্রেম মানে
কিছু মিথ্যে আবেগ
মন নিয়ে মন ভাঙাগড়ার খেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

তোমার প্রেম মানে
বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে
শুধু অবহেলা

(প্রহেলিকা)

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...