
asif - amar pagla ghora re كلمات أغنية
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
ও আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
তোর আচরণ প্রভুর মতো, আমি কৃতদাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
ও আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
আমারে দেস ঝড়ো হাওয়া, তুই নেস সুবাতাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
পাগলা ঘোড়া রে…
পাগলা ঘোড়া রে…
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
كلمات أغنية عشوائية
- bais - milano كلمات أغنية
- ultima frontiera - il destino di un guerriero كلمات أغنية
- young lyric - done كلمات أغنية
- nicholas naison - sen كلمات أغنية
- léo santana - pijhama كلمات أغنية
- andre axl menezes - boombap sh!t (feat. xz & mk-1) كلمات أغنية
- mazeratiii - the order كلمات أغنية
- techno westerns - memento mori كلمات أغنية
- baby k - buenos aires كلمات أغنية
- dilly (d.i. joe) - teacup كلمات أغنية