kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

asif akbar - shagoto janabo كلمات أغنية

Loading...

কখনো যদি মনে কর
একা হয়ে গেছ তুমি
কাছের মানুষটাও দিয়েছে

দু: খ্য তোমায়
তবে চলে এস সেই পরিচিত আগের ঠিকানায়
আমি থাকব দ্বাড়িয়ে
স্বাগত জানাতে তোমায়

ভুল করেও পুরোনো কথা আমি তুলবনা আর
কি ছিল অপরাধ
কি ছিল ভুল তোমার
আবার নুতুন করে
সাজাবো জীবন দু’জনায়

ভেঙে যাওয়া মন
লাগাবো জোড়া আমি ভালবাসায়
আঘাতের ক্ষত দাগ
মুছে যাবে সুখেরি ছোয়ায়
আবার সোনালী স্মৃথি
হবে লেখা কবিতায়

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...