
asif akbar - nosto chele كلمات أغنية
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
প্রথম প্রেমের কাছে
করেছি নিজেকে সমর্পন
সেই ছলনার প্রেম কেড়ে নিল সবকিছু
সেই ছলনার প্রেম কেড়ে নিল সবকিছু
ভেঙেচুরে চুরমার করে দিল মন
তারপর আমিও বদলে গেছি
নিজেকে নিজে আর করিনা বিশ্বাস
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
বুকের আঙিনাতে যে ছিল আমার প্রিয়জন
সেই প্রিয়জন কই আছে তার সব স্মৃতি
সেই প্রিয়জন কই আছে তার সব স্মৃতি
বুকে তাই বিষাদের এতো আয়োজন
দিনে-রাতে নীরবে একা কাঁদি
থেমে যেতে চায় যেন দেহের নিঃশ্বাস
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
কেউ জানেনা কেউ বোঝেনা
কার কারনে হল এমন সর্বনাশ
আমি এক নষ্ট ছেলে
কষ্ট আমার বুকে করে বসবাস
একফোঁটা সুখ নেই
আমার জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস
كلمات أغنية عشوائية
- malindagtsqueen - extra slot كلمات أغنية
- eva-lina - you so cool كلمات أغنية
- well$ - young man كلمات أغنية
- tino rossi - sérénade céleste كلمات أغنية
- jc la nevula - quieren darme a mi كلمات أغنية
- polka wars - this providence كلمات أغنية
- @hmboycott - questão de tempo كلمات أغنية
- anna vissi - ό,τι μου ζητήσεις (oti mou zitisis) كلمات أغنية
- ezzari - store løven كلمات أغنية
- summer salt - my lucky egg كلمات أغنية