
asif akbar - natok كلمات أغنية
[verse 1]
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমি তো
এত ভালো অভিনয় জানো তুমি তো
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[chorus]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
[verse 2]
যে হাসিতে একদিন এই মন গলেছে
সেই হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
যে হাসিতে একদিন এই মন গলেছে
সেই হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[chorus]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
[verse 3]
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
চেনা মন হতে পারে এত অপরিচিত
চেনা মন হতে পারে এত অপরিচিত
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[verse 1]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমি তো
এত ভালো অভিনয় জানো তুমি তো
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[outro]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
كلمات أغنية عشوائية
- juicynise - no me sali كلمات أغنية
- cadu - azul turkeza كلمات أغنية
- longus mongus - ugg boots كلمات أغنية
- dzume & sla! - fucked up كلمات أغنية
- alam nasrallah - ballin’ كلمات أغنية
- faço assim music - revenge كلمات أغنية
- nickelback - just one more كلمات أغنية
- now united - clockwork كلمات أغنية
- hmb - naptel xulima - ao vivo كلمات أغنية
- strangerboi24 - lingo! كلمات أغنية