![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
asif akbar - kothay acho كلمات الأغنية
Loading...
কোথায় আছো?
আমাকে কী ভুলেই গেছো?
ভুল করে কখনো কী
আমাকে মনে পড়েনা?
কোথায় আছো?
আমাকে কী ভুলেই গেছো?
ভুল করে কখনো কী
আমাকে মনে পড়েনা?
আয়নাতে চোখ রেখে
আমার প্রতিচ্ছবি দেখতে কি পাও
পুরোনো অ্যালবামে
কখনো আমার ছবি খুঁজে কি বেড়াও
ওও আয়নাতে চোখ রেখে
আমার প্রতিচ্ছবি দেখতে কি পাও
পুরোনো অ্যালবামে
কখনো আমার ছবি খুঁজে কি বেড়াও
একাকিত্বের মাঝে
কখনো কী মনে পড়েনা?
নির্ঘুম রাত জেগে
এখনো দেখো কী তুমি মায়াবী চাঁদ?
একাকী পায়চারী
করে কী বেড়াও তুমি বেলকনি ছাদ?
ওও নির্ঘুম রাত জেগে
এখনো দেখো কী তুমি মায়াবী চাঁদ?
একাকী পায়চারী
করে কী বেড়াও তুমি বেলকনি ছাদ?
উদাসী কল্পনাতে
কখনো কী মনে পড়েনা?
কোথায় আছো?
আমাকে কী ভুলেই গেছো?
ভুল করে কখনো কী
আমাকে মনে পড়েনা?
কোথায় আছো?
আমাকে কী ভুলেই গেছো?
ভুল করে কখনো কী
আমাকে মনে পড়েনা?
كلمات أغنية عشوائية
- lisa hyper - cream of the crop كلمات الأغنية
- joshua lee turner - ladybug كلمات الأغنية
- imaginary future - i'm doing everything i can كلمات الأغنية
- reese laflare - no cap كلمات الأغنية
- alonzo - dans le jeu كلمات الأغنية
- these five years - aporia كلمات الأغنية
- xxxhentaigod - let me be كلمات الأغنية
- sophie anderson - driving for dick كلمات الأغنية
- santamaria - foi assim que descobri كلمات الأغنية
- jaden - rapper كلمات الأغنية