kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

asif akbar - jubutir lash كلمات الأغنية

Loading...

আজ গাঁয়ে ভিষন কোলাহল
পদ্মার জ্বলে মিশে যুবতীর লাশ
এসেছে ভেসে

যুবতী হিন্দু না মুসলিম
চেনার নেই উপায়
তাহলে লাশ যাবে কোথায়
কবরে না কোন চিতায়

গাঁয়ের দশজনে বুঝি পড়ল বিপাকে
অচেনা এই লাশের দায় নেবে কে

সিদ্ধান্ত নিতে সন্ধ্যা হয়ে এল
তবুও অভাগীর ঠিকানা না হল
ঠিকানা না হল

লাশ! রইল পরে
পদ্মার তীরে
আঁধা খেল শকুনে
আঁধা পিপড়ে

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...