
asif akbar - jol pore pata nore كلمات أغنية
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ঢেউ গুলো ডাকে বলে পাহাড়ের পথ ধরে
কত নদীশাখা স্রোত মিশে যায় সাগরে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে
হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে
ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে
হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ক্ষয়ে যাওয়া সময়ের গহিন ঘোরে
আকাশ কাঁদেই বলে বৃষ্টি ঝরে
ক্ষয়ে যাওয়া সময়ের গহিন ঘোরে
আকাশ কাঁদেই বলে বৃষ্টি ঝরে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ঢেউ গুলো ডাকে বলে পাহাড়ের পথ ধরে
কত নদীশাখা স্রোত মিশে যায় সাগরে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
كلمات أغنية عشوائية
- c.o.t.i. (captains of the imagination) - not the same planet كلمات أغنية
- skisippie - that you have كلمات أغنية
- sheila walsh - last word in love كلمات أغنية
- tede - post:hiphop كلمات أغنية
- kaybeezi - damn phlow كلمات أغنية
- zekey mercedes - going up كلمات أغنية
- dizasterpiece - hip-hop is on its way back كلمات أغنية
- flaev beatz - submarine كلمات أغنية
- krzysztof zalewski - #hot16challenge2 كلمات أغنية
- raw roets - nirvana flows كلمات أغنية