
ashes - tribute lyrics
Loading...
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
আজ মনের মাঝে রঙ্গীন আশা
রঙ্গে সাজে না
আজ মনের মাঝে রঙ্গীন আশা
রঙ্গে সাজে না
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে
ভুলিবো কেমনে সে রাত বলো যে রাতে তুমি গেছো চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধু অন্ধকার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালোবেসে যে সব হারালাম
নেইতো কিছু হারাবার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
Random Lyrics
- ruminus - true story lyrics
- tennis - pillow for a cloud lyrics
- keeya keys - lean on me lyrics
- julijana vincan - istina i laži lyrics
- yung luciy - direct lyrics
- jacøb & siqu - one more night lyrics
- niro - okocha lyrics
- outkast - elevators (me & you) (clean version) lyrics
- mikha angelo & dee lestari - before you lyrics
- d_anymore_a - лишний третий lyrics