
ashes - tamakpata كلمات أغنية
তুমি তামাক ধর, তামাক ছাড়
আগুন জ্বালিয়ে দাও
তুমি তামাক ধর, তামাক ছাড়
আগুন জ্বালিয়ে দাও
আগুন জ্বালালে, উড়ে যাবে পাখি, মনা
আগুন জ্বালালে, উড়ে যাবে পাখি
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
জটিল করলেই জটিল হবে
সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাঁজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে?
জটিল করলেই জটিল হবে
সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাঁজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
তুমি মাঝে মাঝে আমার কাছে তোমারে চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে আমারে চাইতা
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে
মনের বিরুদ্ধে কি নিজেরে দেয়া যায় রে?
জটিল করলেই জটিল হবে
সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাঁজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
كلمات أغنية عشوائية
- ai - believe كلمات أغنية
- ai - i wanna know كلمات أغنية
- ai - story كلمات أغنية
- ai - taisetsu na mono كلمات أغنية
- aid band - do they know it's christmas كلمات أغنية
- aiden - hidden track from album our gangs dark oath كلمات أغنية
- aiden - its cold tonight كلمات أغنية
- aiden - knife blood nightmare master كلمات أغنية
- aidonia - buka buka كلمات أغنية
- aidonia - deadly alliance (alliance diss) كلمات أغنية