
ashes - kemon acho كلمات أغنية
Loading...
kemon acho lyrics
কেমন আছো কোথায়?
মনে কি রবে?
নেশা লাগে ঠোঁটে
নিশানা চোখে
কী দিয়ে যে তারে
বোঝাবো আমায়?
কোন আকাশে সে
ডানা মেলে উড়ে
এই ভাবে আমার
মেট্রো জীবন
কোন রকমের এক
হলুদের রঙ
কত গাড়ি চলে যায়
দূরবীনে বাড়ি
জানালাতে চোখ
মুছে দেবে কি?
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
কোন দেশে থাকে সে?
কোন দেশে ঘুম?
নিংড়ে যাব আমি, নিংড়ে তুমি
কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায়!
এশট্রের ফাঁকে স্বপ্ন দেখা
কত দিনের এ ব্যথা বোঝাবো কারে?
কত ব্যথা সয়ে যায়, সয়ে যেতে হয়!
কী নামে ডাকি তারে?
কী হাতে ধরি?
কী মায়া চোখে আহা!
হয়ে যাব শেষ
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
ছাড়তে পারি না রে!
সইতে পারি না রে!
কাঁদতে পারি না রে…
@eren99
كلمات أغنية عشوائية
- natty - hear me out كلمات أغنية
- vnm, diox, pmm - dobra aura كلمات أغنية
- tanya morgan - upon soul كلمات أغنية
- dre@m - the one كلمات أغنية
- the mormon tabernacle choir - the three kings كلمات أغنية
- the fat white family - feet كلمات أغنية
- seth perkins - seth's freestyle كلمات أغنية
- rich the kid - all i do is juug كلمات أغنية
- timothy b. schmit - it's alright كلمات أغنية
- dj sequenza - follow me tonight كلمات أغنية