ashes - hin كلمات الأغنية
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে,
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়।
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে,
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়।
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়।
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
كلمات أغنية عشوائية
- basara - imperador do universo كلمات الأغنية
- peg parnevik - svett كلمات الأغنية
- rendezvous point - presence كلمات الأغنية
- afta hill - 458 كلمات الأغنية
- hallows (band) - common grounds كلمات الأغنية
- monaliza - release كلمات الأغنية
- بهاء سلطان - qalbi shail - قلبي شايل - bahaa sultan كلمات الأغنية
- saloni thakkar - achyutam keshavam (acoustic version) saloni thakkar كلمات الأغنية
- freddie & the dreamers - in my baby's arms كلمات الأغنية
- 100it ron - how it is كلمات الأغنية