
ashes - hin كلمات أغنية
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে,
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়।
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে,
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়।
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়।
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
كلمات أغنية عشوائية
- clandestine blaze - passage in new creed كلمات أغنية
- yung kyoto - i love you..! كلمات أغنية
- alberto grasu - superstar 2 كلمات أغنية
- martin matys - arigato (bonus track) كلمات أغنية
- blind channel - time bomb كلمات أغنية
- worldoftaylor - greed. كلمات أغنية
- danny schmidt - cry on the flowers كلمات أغنية
- raeboomer - rock كلمات أغنية
- i am leo the rapper - lost كلمات أغنية
- igor herbut - ro كلمات أغنية