ashes [bd] - amon chena كلمات الأغنية
Loading...
amon chena lyrics
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আআআ… আহারেএএএএ
এমন মাটির বাসার চাইতে
আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথী
বড় হয়ে বদলে গেছে
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন গানের লাইনের চাইতে
বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে
ধুঁকে ধুঁকে মরা ভালো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
আআআ… আহারেএএএএ
এমন পোড়া মনের চাইতে
সুনীলের কবিতা ভালো
জনম ধরে কষ্টের কথা
বলতে বলতে জনম গেলো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
كلمات أغنية عشوائية
- megadeth - guns, drugs & money كلمات الأغنية
- nasty savage - powerslam كلمات الأغنية
- gone by friday - smoking gun كلمات الأغنية
- darkestrah - human hopes كلمات الأغنية
- breathe carolina - get off easy كلمات الأغنية
- jonas plunkett - selfish كلمات الأغنية
- red london - always كلمات الأغنية
- creature feature - the meek shall inherit the earth كلمات الأغنية
- jackie boyz - down to earth كلمات الأغنية
- blitzkrieg - armageddon كلمات الأغنية