
asha bhosle - akashe aaj ranger khela كلمات أغنية
Loading...
আকাশে আজ রঙের খেলা
মনে মেঘের মেলা
হারালো সুর হারালো গান
ফুরালো যে বেলা
আমার মনে মেঘের মেলা ||
অনেক ব্যথার অনেক ঝড়ে
মনের আকাশ শুধুই ভরে
আসে না দিন বাঁজে না বীণ
নীরব অশ্রু খেলা
আমার মনে মেঘের মেলা ||
হৃদয়ে আজ বাউল বাতাস
উদাস হয়ে ফেরে
মেঘের আঁচল কেমন করে
স্বপ্নকে তার ঘেরে
চলার পথে চরণ থামে
অঝর ধারায় বাদল নামে
কোথা সে দিন ছিল রঙিন
মিলন স্বর্গ খেলা ||
كلمات أغنية عشوائية
- motel - siempre tú كلمات أغنية
- george michael - i want your sex (pts. i & ii) كلمات أغنية
- evigheten - turbulensen كلمات أغنية
- george reinblatt - join us كلمات أغنية
- soracd - strike! كلمات أغنية
- joshua radin - my baby كلمات أغنية
- wise guys - sonnenschein كلمات أغنية
- eric j. - superstring theory كلمات أغنية
- sparatic - rise of the pharaoh كلمات أغنية
- danny swain - the lesson كلمات أغنية