
as omix - toke vebe كلمات أغنية
[intro]
কাটে না ভোর আমার তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে
[verse]
যদিও তোমায় আমি ভালোবাসি
তবে কি ভুল হলো আমার?
চোখেরই পেছনে বেদনাগুলো করেছে সব আঁধার
অজানা কিসের মায়ায় ছুটে চলি প্রতিদিন আমি
কেন তুমি কিছু কথা দিলে কথা না রাখার নিয়মে?
[chorus]
কাটে না ভোর আমার তোকে ভেবে কি যে করি?
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
[verse 2]
কি ক্ষতি করেছি বলো না তোমার?
মনে পড়ে খুব তোকে
আসে না রে ঘুম চোখে
কী জ্বালাতে মরি আমি
জানে না তো কেউ
জানে না তো কেউ
[chorus]
কাটে না ভোর আমার তোকে ভেবে
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটেনা ভোর আমার তোকে ভেবে কি যে করি?
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
كلمات أغنية عشوائية
- and you will know us by the trail of dead - opera obscura كلمات أغنية
- 10 minute warning - pictures كلمات أغنية
- zombina the skeletones - counting on your suicide كلمات أغنية
- and you will know us by the trail of dead - the far pavilions كلمات أغنية
- zombina the skeletones - where is my mind (pixies cover) كلمات أغنية
- and you will know us by the trail of dead - catatonic كلمات أغنية
- zombina the skeletones - hey weirdos كلمات أغنية
- and you will know us by the trail of dead - the rest will follow كلمات أغنية
- zombina the skeletones - the new orleans incident كلمات أغنية
- and you will know us by the trail of dead - up to infinity كلمات أغنية