
artcell - tomake كلمات أغنية
Loading...
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে
তোমার আলোতে
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে
আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে
অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি
আলোর সিড়ি
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে
(তোমাকে)
(তোমাকে)
كلمات أغنية عشوائية
- claudia church - it's all your fault كلمات أغنية
- claudia church - just as long as you love me كلمات أغنية
- claudia church - lost in a feeling كلمات أغنية
- claudia church - the streets of nashville كلمات أغنية
- claudia church - this man i love كلمات أغنية
- claudia church - what's the matter with you baby كلمات أغنية
- claudia church - will you still love me tomorrow كلمات أغنية
- claudia jung - amore amore كلمات أغنية
- claudia jung - dann nimmst du mich in deine arme كلمات أغنية
- claudia jung - das dunkel der nacht كلمات أغنية