artcell - sritisarok كلمات الأغنية
Loading...
তোমার ঘরে যত কথায়
যত সুরে আমাদের এ গানের শহর
শব্দ করে, আলো ভেঙে
অন্ধকারের মাঝে ফিরে যেতে
পুরনো সেই দিনের কথায় স্বপ্নাগারে
তোমার ভিড়ে যত আলোয়
তবুও নিভে পড়ে আছি আমরা যারা
অতীত হয়ে তোমার ঘরে
কথায় সুরে ইচ্ছে করে ফিরতে
পুরনো সেই দিনের কথায় স্বপ্ন হয়ে
তোমায় ছুঁতে আমার ভিতরে
অতীত ধরে হেঁটে হেঁটে
ইচ্ছে করে হারাতে
তোমাদের কাছে
হাজার শব্দে ভেসে
আমরা এসে আজ ভীড়ে মিলে মিশে
তবুও ঝড়ের বদ্ধঘরে
শব্দ ভেঙে ভেঙে
অতীত ছায়া স্পর্শ করে
চেনা চেনা চোখে
ছায়া রং হারিয়ে যায়
নিভিয়ে দেয় সময় কত স্মৃতি
তবু আমি
তোমায় খুঁজে পেতে চাই
পুরনো সেই দিনের সুরে
ফেলে আসা রূপকে
গানের আমি তুমি হারিয়ে যাব
মেঘের পরে মেঘে স্মৃতির ঘরে
সময় ভেঙে ভেঙে ভেঙে
অন্য রোদের অন্য সময়ে……
كلمات أغنية عشوائية
- adix fry - мадам баблгам (mudum bubblegum) كلمات الأغنية
- sul woon do (설운도) - 사랑의 트위스트 (twist of love) كلمات الأغنية
- shako - amor de verano كلمات الأغنية
- asrenblack - я не голоден (i'm not hungry) كلمات الأغنية
- adil karaca - vəfalı yarım كلمات الأغنية
- haemolacriaa - eurydice كلمات الأغنية
- jovislash - bayavuma ft. siya shezi, fergason & london x كلمات الأغنية
- callme airy - на автопилоте كلمات الأغنية
- juicy john - million dollar mew - baldi vs mrbeast كلمات الأغنية
- expensive sean - fukumean remix كلمات الأغنية