kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

artcell - oshomapto shantona كلمات أغنية

Loading...

তোমার অহংকার ছায়ায় আমার
আজ অস্তমিত দেখো
অতীত স্মৃতির যত ক্ষত
আঁকড়ে ধরে রাখো

পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না
[instrumental]

আবারো সামনে যেতে বাঁধা
দেয়াল দাঁড়িয়ে পেছনে যখন
রোদেলা দুপুরে ঝড়ের মতোন
অকারণে আত্মগোপন

পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না

[instrumental]

এ মন অবচেতনায় বন্ধু ভেবে
খুঁজে বেড়ায় তোমায়
যেখানে ছিল আগে
নিজেকে আগলে রাখার সীমানা পেরিয়ে
বাড়িয়ে ছিলাম এ হাত আঘাত লুকিয়ে রেখে

[instrumental]
চেনা মুখ বড় অচেনা যখন
সময়ের সাথে আমাদের বিবর্তন
আমাকে হারিয়ে, তোমার নিজের পরাজয়
হারিয়ে থেকে, কেন ভুলে যাবার ভয়?

পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...