
artcell - leen كلمات أغنية
Loading...
লীন জড়তায়, নীল আকাশে
ঝড় বাঁধা পড়ে, ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
লীন আকাশে (দূর বহুদূর থেমে থাকা আকাশে)
নীলে হারিয়ে (সাদা কালো মেঘ ভেসে যায় হারিয়ে)
ঝড়ো বাতাসে (ধুলো জমা স্মৃতি উড়ে যায় বাতাসে)
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
كلمات أغنية عشوائية
- fedez & taxi b - rosalia* كلمات أغنية
- overpade - gamma كلمات أغنية
- rithxn - dilemas em conflito كلمات أغنية
- wlfgng - diss na 8d كلمات أغنية
- ther (2) - swimming (album version) كلمات أغنية
- shazamat - שאזאמאט - allen carr - אלן קאר كلمات أغنية
- north point worship - all things right كلمات أغنية
- camané - lúbrica كلمات أغنية
- dexter & the moonrocks - for once كلمات أغنية
- jay bennett - cajun angel كلمات أغنية