
artcell - dhusor somoy كلمات أغنية
[verse 1]
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে…
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে…
[pre chorus]
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
[chorus]
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
তবু আমি…
[verse 2]
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশাই
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশাই
[pre chorus]
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
[chorus]
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়…
তবু আমি…
كلمات أغنية عشوائية
- jannes - meer dan 'n vriend - live in ahoy كلمات أغنية
- mecca rebell - oh how bright you can beam كلمات أغنية
- miss piggy - something so right كلمات أغنية
- jojo - houstatlantavegas remix كلمات أغنية
- blitzkrieg - into the light كلمات أغنية
- zuluflow - cut the crap كلمات أغنية
- ebrick - random#2 freestyle كلمات أغنية
- jas - play it back كلمات أغنية
- asaad (saudi money) - suicide love note كلمات أغنية
- katie melua - i cried for you (mary's song) كلمات أغنية