
artcell - dhushor shomoy كلمات أغنية

[verse 1]
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে…
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে…
[chorus]
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
[verse 2]
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
তবু আমি…
[bridge]
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশাই
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশাই
[chorus]
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
[verse 2]
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়…
তবু আমি…
كلمات أغنية عشوائية
- dana jean phoenix - losing your grip كلمات أغنية
- lacco tower - 白 (shiro) كلمات أغنية
- bachelor, jay som & palehound - aurora كلمات أغنية
- spotemgottem - all in a row كلمات أغنية
- yara (fra) - 100-9 كلمات أغنية
- the good natured - christmas wrapping كلمات أغنية
- adrian benegas - orphan of life كلمات أغنية
- tin pan alley - yellow magic كلمات أغنية
- ely kapitan - kuagungkan namamu tuhan كلمات أغنية
- rose starring - depression كلمات أغنية