kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

aroma - silent twilight كلمات أغنية

Loading...

[intro]
গোধুলীর এই নিস্তব্ধতা আমায় হারিয়ে ফেলে অসীমে
অব্যাক্ত বর্ণনায় সে হয়ত আমায় কিছু বলতে চায়
নারকেল পাতা সূর্যের লাল আভা মেখে একাকার
ঝাকে ঝাকে গৃহগামী অচেনা পাখি; কাঠঠোকড়ার ঠুক ঠুক আওয়াজ

[verse]
কালচে পাতার ফাঁকে ফাঁকে নিঃশ্বাসগুলো যেন আটকে আছে
গোধুলীর এই নিস্তব্ধতায় প্রতিধ্বনিগুলো কানে বাজে
গোধুলী যেন জীবনের শেষ মুহূর্তের বিভীষিকা; ভোরের বিপরীত, সে যেন অন্ধকারের যমদূত
উল্লাসিত তেতুল গাছে কেমন ঝুপ করে আতঙ্ক নেমে পড়ে
কেউ প্রাণভরে দেখেনা গোধূলী দৃশ্য
কেউ অনুভব করে বলে না, আহা !
কেউ চায় না গৌধুলীর লাল আভায় নিজকে মাখতে।
খোলা প্রান্তরে কেউ হাটে না গোধুলির সঙ্গী হয়ে।
সে যে শুধু দুঃখ, জরা আর ভয়ের উপমা।

[pre_chorus]
গোধুলীর এই ঘোরলাগা রঙ ভয়ানক চোরাবালি
দিগন্ত নিঃশব্দ আর্তনাদে হাহাকার
উপায় কি আছে কোন দিগন্ত পেরোবার ?

[chorus]
কেন এত আয়োজন করে ভয় পাই আমরা?
কেন আধারে আমাদের এত ভয়?
কেন অজানার ভয় কুকড়ে রাখে এভাবে?
আধার কেন এখনো হলো না করা জয়?

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...